You have reached your daily news limit

Please log in to continue


২৪ যাদের জন্য ‘দ্বিতীয় স্বাধীনতা’, জানালেন নাহিদ ইসলাম

যারা ১৫ বছর হাসিনার নিপীড়নের শিকার হয়েছেন তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ‘কিন্তু যারা লুটপাটের রাজনীতি করে তাদের কাছে ২৪ দ্বিতীয় স্বাধীনতা নয়।’

আজ বৃহস্পতিবার ২০২১ সালের আগ্রাসনবিরোধী আন্দোলনে শহীদদের তালিকা প্রকাশ, রাষ্ট্রীয় স্বীকৃতি ও বিচারের দাবিতে রাজধানীতে এক আলোচনাসভা ও দোয়া মাহফিলে বক্তব্যকালে এসব বলেন নাহিদ ইসলাম।

এ সময় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে মোদির বাংলাদেশে আগমন জনগণ প্রত্যাখ্যান করেছিল বলে মন্তব্য করেন এনসিপি আহ্বায়ক।

তিনি ২০২১ সালের মোদিবিরোধী আন্দোলনে নিহতদের তালিকা প্রকাশ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

দলের কার্যক্রম নিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘সংস্কার এবং গণপরিষদ নির্বাচনের দাবিতে ঈদের পর কাজ করবে জাতীয় নাগরিক পার্টি। স্বৈরশাসকরা নির্যাতন চালালে এক সময় বিচার হয়, সেটা নিশ্চিত করতে হবে সরকারকে।’

ভারত-বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। তাদের সাথে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক থাকবে বলে বক্তব্যে উল্লেখ করেন তিনি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন