চুইংগামে রয়েছে ক্ষতিকর প্লাস্টিক কণা, সতর্ক করছেন গবেষকেরা

যুগান্তর প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৬:৪২

আমাদের পরিবেশের সর্বত্রই মিশে রয়েছে প্লাস্টিক। একটি প্লাস্টিকের বোতলে লক্ষ লক্ষ গুঁড়া প্লাস্টিকের কণা মিশে থাকে বলে কিছুদিন আগেই গবেষকেরা জানিয়েছিলেন। 


খাবারের সঙ্গেও প্রতিনিয়ত অতি সূক্ষ্ম প্লাস্টিকের কণা বা মাইক্রোপ্লাস্টিক শরীরে ঢুকে রক্তে মিশে যাচ্ছে। কারণ প্লাস্টিকের কন্টেনার থেকে শুরু করে প্লাস্টিকের কাপ, এমনকি নুন-চিনি ও মশলাপাতিতেও নাকি মিশে রয়েছে প্লাস্টিকের গুঁড়ো। 


এর মধ্যেই আরও চমকে দেওয়ার মতো তথ্য দিয়েছেন বিজ্ঞানীরা। চুইংগামেও নাকি মিশে রয়েছে প্লাস্টিকের কণা। এক একটি চুইংগাম চিবোনো মানেই শয়ে শয়ে প্লাস্টিকের কণা ঢুকবে শরীরে।


লস অ্যাঞ্জেলেসের ক্যালোফোর্নিয়া ইউনিভার্সিটির গবেষকেরা এই বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরেই গবেষণা চালাচ্ছেন। গবেষক সঞ্জয় মোহান্তি জানিয়েছেন, চুইংগামে মিশে থাকে অতি সূক্ষ্ম প্লাস্টিকের কণা। চিবোনোর সঙ্গে সঙ্গেই সেগুলো লালায় মিশে যাবে। আর পরে গিয়ে রক্তে মিশবে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও