কে কী বলল তাতে আমার কিছুই যায় আসে না: ফারাহ খান

যুগান্তর প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৬:৩৮

বলিউডের পরিচালক ও কোরিওগ্রাফার ফারাহ খান স্বাভাবিকভাবে গর্ভধারণের সমস্যায় পড়ে আইভিএফের সাহায্য নেওয়ার কথা বলেন। তবে একটা সময় ছিল যখন মাতৃত্বের জন্য আইভিএফের সাহায্য নিলে নারীর দিকে আঙুল তোলা হতো। তাদের কলঙ্কিত করা হতো। সম্প্রতি একটি অনুষ্ঠানে এসে সে বিষয়ে কথা বললেন এ কোরিওগ্রাফার।  যে কিনা নিজেই গর্ভধারণের জন্য আইভিএফের সাহায্য নিয়েছিলেন। সিজার, ডিভা ও অন্যা— বর্তমানে ২ কন্যা ও ১ পুত্রসন্তানের মা ফারাহ খান।


সম্প্রতি একটি অনুষ্ঠানে সঞ্চালিকা অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় প্রশ্ন রেখে বলেন, বহু লোকজন ভাবেন— নারীর স্বাভাবিকভাবে গর্ভধারণের ক্ষমতা নেই। এ ক্ষেত্রে সাধারণত আমাদের সমাজে নারীদের দিকেই আঙুল তোলা হয়। আপনি তো বহু বছর আগেই গর্ভধারণের জন্য আইভিএফের দ্বারস্থ হয়েছিলেন, এই সাহসটা কীভাবে পেয়েছিলেন? কখনো মনে হয়নি, লোকজন এটাকে নিয়ে নানান কথা বলবেন?


উত্তরে ফারাহ খান বলেন, আমি এমন একজন নারী, যে কখনো ভাবে না— লোকে কী বলবে! আমি তো বিয়েই করেছি ৪০ বছর বয়সে। আর শিরীষ (কুন্দের) আমার থেকে ৮ বছরের ছোট। তখন অনেকেই ঠাট্টা করেছিল— এই বিয়ে টিকবে না, চলবে না। তবে আমি ওদের নিয়ে মাথা ঘামাইনি। কারণ যারা আলোচনা করেন, তারা আমার বাড়ি সামলে দিতে আসবেন না। তাই কে কী বলল, তাতে আমার কিছুই যায় আসে না।


এ কোরিওগ্রাফার বলেন, সুতরাং আমি নারীকে এটাই বলি— আইভিএফ খারাপ কিছু নয়। এটা ভালোই, আর অবৈধও নয়, তাই আমি অন্যায় কিছু করিনি। এটা সম্পূর্ণ বৈধ। আর এ কথা প্রত্যেকেরই জানা উচিত যে আপনার বয়স ৪০ বছর বা যাই হোক না কেন, আপনি মা হতে পারেন।’


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও