‘মেসি থাকলে ব্রাজিলের বিপক্ষে সেভেনআপ হয়ে যেত’

যুগান্তর প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৬:১৭

বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ঘরের মাঠে ব্রাজিলকে রীতিমতো উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। মেসি-লাউতারো মার্তিনেজকে ছাড়াই ব্রাজিলকে যেভাবে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা; তাতে বড় বাঁচা বেঁচে গিয়েছে সেলেসাওরা। নয়তো যেই দাপুটে ফুটবল খেলেছে আর্জেন্টিনা তাতে মেসি-মার্তিনেজ থাকলে যে ব্যবধানটা আরও বাড়তে পারত তা মানছেন অনেকেই।


এবার একই কথা বললেন আর্জেন্টাইন ফরোয়ার্ড হুলিয়ান আলভারেজও। তার মতে, মেসি থাকলে আরও অন্তত দুই তিনটি গোল হতে পারত। অর্থাৎ সেভেনআপ হয়ে যেত বলে মানছেন এই ফরোয়ার্ড।


ব্রাজিল ফুটবলের বিব্রতকর ইতিহাস বললে এখনো সবার চোখে ভাসে জার্মানির বিপক্ষে সাত গোল হজমের নির্মম ইতিহাস। যা এখনো পোড়ায় দলটিকে। সেই বিব্রতকর পরিস্থিতির পর এবার এক হালি গোল হজম করেছে ব্রাজিল। নতুন করে পড়েছে লজ্জায়। তবে এই লজ্জাটা যে আরও বাড়তে পারত ৪ গোল হজম করা ব্রাজিলের; তেমনটিই বিশ্বাস করেন আলভারেজ।


চোটের কারণে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামা হয়নি মেসির। ছিলেন না মার্তিনেজ ও পাউলো দিবালার মতো তারকা। নয়তো ব্রাজিল কয় গোল হজম করত সেই প্রশ্নও তুলেছেন আর্জেন্টাইন ভক্তরা। কেননা, ম্যাচে আর্জেন্টিনার আগ্রাসনের সামনে ব্রাজিলকে বলতে গেলে খুঁজেই পাওয়া যায়নি।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও