
হার্ট অ্যাটাকের ঘটনা মানসিকভাবে মানতে পারছেন না তামিম
কী পরিমাণ মানসিক চাপে আছেন তামিম ইকবাল, এটা শুধু তিনিই জানেন। হার্ট অ্যাটাকে আক্রান্ত তামিম ফিরে এসেছেন মৃত্যুর দুয়ার থেকে। বাংলাদেশের বাঁহাতি ব্যাটার এমন ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েন।
কেপিজে হাসপাতালে তামিমকে প্রথমে ভর্তি করা হলে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল। পুলিশি প্রটোকলে বাংলাদেশের বাঁহাতি ব্যাটারকে পরশু আনা হয়েছে ঢাকায়। ভর্তি করা হয় এভারকেয়ার হাসপাতালে। এই হাসপাতাল সূত্রে জানা গেছে,সিসিইউ থেকে সরিয়ে কেবিনে নেয়া হয়েছে তামিম ইকবালকে। হার্ট অ্যাটাকের বিষয়টি মানসিকভাবে মেনে নিতে পারছেন না তিনি। তাই একজন মনোবিদের সাথে কাজ করবেন সামনের দিনগুলোতে। দু-একদিনের মধ্যে বাসায় ফিরতে পারবেন বলে শোনা যাচ্ছে।
বিকেএসপির তিন নম্বর মাঠে সোমবার মুখোমুখি হয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাব ও মোহামেডান। সেদিন টসের সময় মোহামেডান অধিনায়ক তামিম সুস্থ থাকলেও ফিল্ডিংয়ের সময় বুকে ব্যথা অনুভব করেছিলেন। হেলিকপ্টারে আনা হলেও সেখানে ওঠার মতো অবস্থায় ছিলেন না তিনি। তড়িঘড়ি করে বিকেএসপির কাছাকাছি কেপিজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। হাসপাতালে যাওয়ার সময় সিপিআর দিচ্ছিলেন মোহামেডানের ট্রেনার ইয়াকুব চৌধুরী ডালিম। পরে কেপিজে হাসপাতালে এনজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি ও স্টেন্টিং করা হয়েছিল।
- ট্যাগ:
- খেলা
- হার্ট অ্যাটাক
- তামিম ইকবাল