You have reached your daily news limit

Please log in to continue


গাজা দখলের হুমকি নেতানিয়াহুর

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফিলিস্তিনের অবরুদ্ধ ও যুদ্ধবিধ্বস্ত ভূখণ্ড গাজার আরও অঞ্চল দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, হামাস যদি বাকি ইসরায়েলি জিম্মিদের মুক্তি দিতে গড়িমসি করে তবে গাজা দখল করে নেওয়া হবে। লেবাননের সংবাদমাধ্যম আল-মায়েদিনের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

নেতানিয়াহু এমন এক সময়ে এই হুমকি দিলেন, যারা মাত্র সপ্তাহ খানেক আগে তাঁর দেশ গাজায় নতুন করে হামলা চালানো শুরু করেছে। এই হামলায় এখন পর্যন্ত ৭ শতাধিক ফিলিস্তিনি নতুন করে নিহত হয়েছেন আর সর্বমোট নিহতের সংখ্যা ছাড়িয়েছে ৫০ হাজার।

ইসরায়েলি পার্লামেন্টে নেসেটের শুনানিতে নেতানিয়াহু বলেন, ‘হামাস আমাদের বন্দীদের মুক্তি দিতে যত বেশি গড়িমসি করবে, আমরা তত বেশি শক্তিশালী দমন চালাব।’ এ সময় বিরোধী দলীয় সদস্যরা তাঁকে বারবার বাধা দিচ্ছিলেন। তিনি ইসরায়েলি আইনপ্রণেতা ও হামাসকে উদ্দেশ্য করে বলেন, ‘আমি বলছি—এর মধ্যে অঞ্চল দখল করা এবং অন্যান্য পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে যা আমি এখানে বিস্তারিত বলব না।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন