বিশ্বকাপ নিশ্চিত হলো যাদের, কাছাকাছি আছে যারা

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৩:৫৪

ব্রাজিলকে ৪-১ গোলে বিধ্বস্ত করার ম্যাচে মাঠে নামার আগেই বিশ্বকাপ নিশ্চিত হওয়ার খবর পেয়েছিলো আর্জেন্টিনা। উরুগুয়ে-বলিভিয়া ম্যাচ ড্র হওয়ার পরই। লাতিন আমেরিকা থেকে প্রথম এবং বিশ্বের চতুর্থ দল হিসেবে ২০২৬ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বিশ্বকাপ নিশ্চিত করে তারা।


আর্জেন্টিনার আগের রাতেই উজবেকিস্তানের সঙ্গে ২-২ গোলে ড্র করে এশিয়া থেকে দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করে ইরান। সবার আগে প্রথম দল হিসেবে বিশ্বকাপে খেলা নিশ্চিত হয় জাপানের। এরপর নিশ্চিত করে নিউজিল্যান্ড।


২০২৬ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপ হবে ৪৮ দলের। যার ফলে আগের বিশ্বকাপগুলোর তুলনায় এবারের বিশ্বকাপে বাছাই পর্বও হচ্ছে ভিনভাবে। কারণ, ৪৮ দলের মধ্যে বিশ্বকাপে সরাসরি খেলবে তিন আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। তাদের বাছাই পর্ব খেলতে হবে না। বাকি ৪৫ দল নির্ধারিত হবে বাছাই পর্বের মাধ্যমে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও