মৃদু তাপপ্রবাহ ৭ জেলায়, বিস্তার বাড়তে পারে

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১৩:৪৮

চৈত্র মাসের মাঝামাঝিতে এসে রাজশাহী, রাঙামাটি, ফেনী, সীতাকুণ্ডসহ দেশের সাতটি জেলার উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর; যার বিস্তার বাড়তে পারে আগামী কয়েকদিনের মধ্যে।


আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সাতটি জেলার উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সেটির আরও বিস্তার ঘটতে পারে আগামী দুই-তিন দিনের মধ্যে। বৃষ্টিপাতের কোনো সম্ভাবনাও এই সময়ে নেই।”


বৃহস্পতিবার আবহাওয়া অধিদপ্তরের সকাল ৯টার নিয়মিত বুলেটিনে জানানো হয়েছে, রাজশাহী, রাঙামাটি ফেনী, সীতাকুণ্ড, যশোর, বাগেরহাট ও পটুয়াখালী অঞ্চলের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পরে।


থার্মোমিটারের পারদ চড়ে যদি সেটি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে, আবহাওয়াবিদরা সেটিকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রি হলে তাকে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। এরপর তাপমাত্রা ৪২ ডিগ্রির ওপরে উঠলে বলা হয় অতি তীব্র তাপপ্রবাহ।


অধিদপ্তরের বলছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও