ঈদের পরে ডিপিএলের বাকি অংশ, প্রকাশিত হলো সূচি

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১০:১৬

গেল মঙ্গলবার শেষ হয়েছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডের খেলা। তবে টুর্নামেন্টের বাকি তিন রাউন্ড নবম, দশম এবং একাদশ রাউন্ড হবে আসন্ন ঈদের পর। আর তিন রাউন্ডের সূচি গতকাল (বুধবার) প্রকাশ করা হয়েছে।


ঈদের পর ৬ এপ্রিল থেকে শুরু হবে নবম রাউন্ডের খেলা। সেদিন আবাহনী লিমিটেডের বিপক্ষে লড়বে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। একই দিন মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিপক্ষ প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাসব। এছাড়া ধানমন্ডি স্পোর্টস ক্লাবের বিপক্ষে মাঠে নামবে গুলশান ক্রিকেট ক্লাব।


পরদিন ৭ এপ্রিল গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার্স। একই দিন লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ পারটেক্স স্পোর্টিং ক্লাব। অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়ন লিমিটেডের বিপক্ষে খেলবে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। 


৮ এপ্রিল বিরতি দিয়ে ৯ এপ্রিল মাঠে গড়াবে ১০ম রাউন্ডের খেলা। প্রথম দিন আবাহনীর প্রতিপক্ষ প্রাইম ব্যাংক, মোহামেডানের প্রতিপক্ষ অগ্রণী ব্যাংক এবং শাইনপুকুরের প্রতিপক্ষ গুলশান। পরবর্তীতে ১০ এপ্রিল ধানমন্ডির বিপক্ষে মাঠে নামবে রূপগঞ্জ টাইগার্স, গাজী গ্রুপের বিপক্ষে খেলবে পারটেক্স এবং লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে মাঠে নামবে ব্রাদার্স।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও