বরিশাল বিভাগ বিএনপি: ‘চাপে’ পুনর্গঠন বিলম্ব

www.ajkerpatrika.com বরিশাল প্রকাশিত: ২৭ মার্চ ২০২৫, ১০:০৭

জুলাই আন্দোলনে রাজনৈতিক পটপরিবর্তনের পর সম্মেলনের মাধ্যমে দল পুনর্গঠনের সিদ্ধান্ত নেয় বিএনপি। বরিশাল বিভাগে এই কাজ থমকে আছে। কারণ হিসেবে অভ্যন্তরীণ কোন্দল, স্থানীয় নেতাদের চাপ, বাধা এবং প্রভাব খাটানোকে দায়ী করছেন সংশ্লিষ্টরা।


গত ২৫ নভেম্বর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে ৬০ থেকে ৯০ দিনের মধ্যে সাত সাংগঠনিক জেলার (ছয় জেলা ও এক মহানগর) কমিটি সম্মেলনের মাধ্যমে শেষ করার তাগিদ দেওয়া হয়। এ জন্য বিভিন্ন কমিটিও করে দেওয়া হয়েছে। বরিশালের সাত সাংগঠনিক জেলা কমিটি পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে (টিম লিডার) দলটির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুকে। তিনি আহ্বায়ক কমিটি করে দিয়েছেন সম্মেলন আয়োজনের জন্য। দায়িত্বপ্রাপ্ত নেতারা হলেন বরিশাল মহানগরের আহ্বায়ক ছাত্রনেতা হাসান মামুন, বরিশাল জেলা দক্ষিণ ও ঝালকাঠির আহ্বায়ক হায়দার আলী লেলিন, বরিশাল জেলা উত্তরের আহ্বায়ক মো. দুলাল হোসেন, ভোলা জেলার আহ্বায়ক আবু নাসের মোহাম্মদ রহমতুল্লাহ, পিরোজপুর ও বরগুনার আহ্বায়ক কাজী রওনাকুল ইসলাম টিপু।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও