
ঈদের ছুটিতে ব্যাংক ডাকাতির ভয়
চারদিকে মারামারি, গোলাগুলি, ডাকাতি ও ছিনতাইয়ের খবর। এখনো স্বাভাবিক হয়নি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি। এরই মধ্যে ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৯ দিন অর্থাৎ ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত বন্ধ হতে যাচ্ছে সরকারি-বেসরকারি অফিস-আদালত ও বন্দরগুলো। এতে শঙ্কা তৈরি হয়েছে ব্যাংকারদের মনে।
গত ২০ ডিসেম্বর ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় ব্যাংক কর্মকর্তা ও গ্রাহকদের জিম্মি করে ডাকাতিচেষ্টার ঘটনা একটি উদাহরণ।
তবে এরই মধ্যে প্রতিটি ব্যাংক তাদের শাখা পর্যায়ে লিখিত চিঠির মাধ্যমে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দিয়েছে। কাছের থানায় তাত্ক্ষণিক সহায়তা চেয়ে অগ্রিম বার্তা দিয়েছে সরকারি ব্যাংকগুলো। নিরাপত্তাপ্রহরীদের সার্বক্ষণিক সতর্ক থাকার নির্দেশও দেওয়া হয়েছে ব্যাংকগুলোর পক্ষ থেকে।
গত ২০ ডিসেম্বর দুপুর ২টার দিকে চুনকুটিয়া পাকাপুল এলাকায় রূপালী ব্যাংকের জিনজিরা শাখায় তিনজন ডাকাত হানা দেয়। তারা ব্যাংকে কর্মরত ১০ ব্যাংক কর্মকর্তা ও ছয় গ্রাহককে খেলনা অস্ত্রের মুখে জিম্মি করে ব্যাংকের কাউন্টার থেকে ১৮ লাখ টাকা লুট করে। খবর পেয়ে ভবনটি ঘিরে ফেলে স্থানীয় মানুষ ও যৌথ বাহিনী। সাড়ে তিন ঘণ্টা পর তিনটি অস্ত্রসহ আত্মসমর্পণে বাধ্য হয় ওই তিনজন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- ব্যাংক ডাকাতি