You have reached your daily news limit

Please log in to continue


ঈদে ঘরে ফিরছে মানুষ, গাড়ির চাপ বাড়লেও নেই যানজট

নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ৷ এর ফলে ঈদ যাত্রার তৃতীয় দিনে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের অতিরিক্ত চাপ বাড়লেও নেই যানজট। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু ওপর দিয়ে ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ২ কোটি ৭৮ লাখ ৯৯ হাজার ৯০০ টাকা৷ মহাসড়কে যানজট নিরসনে পুলিশের প্রায় সাড়ে ৭০০ সদস্য দায়িত্ব পালন করছেন৷

মহাসড়ক সংশ্লিষ্টরা বলেন, ঈদযাত্রায় বুধবারের চেয়ে বৃহস্পতিবার মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। বিশেষ করে মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে বিকেলের দিকে যানবাহনের চাপ আরও বাড়বে৷

যমুনা সেতু কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ৩৩ হাজার ৭৬৬টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী ১৮ হাজার ২৩৯টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৩৮ লাখ ৪৮ হাজার ৪৫০টাকা। অপরদিকে ঢাকাগামী ১৫ হাজার ৫২৭ টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৪০ লাখ ৫১ হাজার ৪৫০ টাকা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন