
অস্থির চালের বাজার, দাম কমতে বোরো কাটার অপেক্ষা
চালের বাজারে অস্থিরতা কাটছেই না। বাড়ছে দাম। মাসের ব্যবধানে মান ও জাতভেদে ৫০ কেজির চালের বস্তায় ৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। তবে সরকারি ভোগ্যপণ্য বিতরণকারী প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) তথ্য বলছে, মাসের ব্যবধানে চালের দাম বাড়েনি। যদিও সরেজমিনে চট্টগ্রাম নগরীর বিভিন্ন বাজার বিশ্লেষণে দেখা গেছে, গত বছরের একই সময়ের চেয়ে খুচরা বাজারে এবার চালের দাম কেজিকে ৪ থেকে ৯ টাকা পর্যন্ত বেড়েছে।
পাইকারি ব্যবসায়ীরা বলছেন, আমদানি করা ভারতীয় চালের দাম কিছুটা কমলেও মৌসুমের শেষ দিকে হওয়ায় দেশীয় চালের দাম বাড়ছে। করপোরেট সিন্ডিকেটের নিয়ন্ত্রণ বাজারে নেতিবাচক প্রভাব তৈরি করেছে বলে দাবি তাদের। বোরো মৌসুমের নতুন চাল বাজারে এলে দাম কমবে বলে মনে করছেন ব্যবসায়ীরা।
বুধবার নগরীর চাক্তাই পাইকারি চালের আড়ত ঘুরে দেখা গেছে, দেশীয় চালের পাশাপাশি রয়েছে ভারতীয় চালের সরবরাহ। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাইকারিতে সব ধরনের চালের দাম বেড়েছে। পাইকারি বাজারে মোটা চাল হিসেবে পরিচিত ইরি চাল। ৫০ কেজির ইরি চালের বর্তমান দাম ২ হাজার ৪৫০ টাকা। এক মাস আগে ছিল ২ হাজার ৪০০ টাকা। অন্যদিকে, এক মাস আগে ৫০ কেজির ২৮-বেতি চালের দাম ছিল ৩ হাজার ৪০০ টাকা। এখন প্রতি বস্তায় ৫০ টাকা বেড়েছে। ২৯-বেতি চালের দাম ৫০ কেজিতে ১৫০ টাকা বেড়েছে। বর্তমানে এ চাল ৩ হাজার ২০০ টাকায় বিক্রি হচ্ছে।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- চালের বাজার