
বাংলাদেশে নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনা বিনিয়োগ আসছে?
চার দিনের রাষ্ট্রীয় সফরে চীন গেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে এই সফর হচ্ছে। ধারণা করা হচ্ছে, এ সফরের ফলে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে।
প্রধান উপদেষ্টার চীন সফরে সঙ্গী হয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। এ সফরে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানির প্রসারে বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে চীনের বিনিয়োগ আসতে পারে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, প্রধান উপদেষ্টার চীন সফরে সৌরবিদ্যুৎ খাতে চীনের বিনিয়োগ নিয়ে সমঝোতা স্মারক সই হতে পারে। চীন সফরের আগেই বিদ্যুৎ বিভাগ থেকে চুক্তিতে সম্ভাব্য কী কী বিষয় থাকতে পারে, সেসব জানতে টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কর্তৃপক্ষের (স্রেডা) কাছে প্রস্তাবনা চেয়ে চিঠি দেওয়া হয়।
স্রেডা সৌরবিদ্যুতের প্রসার ও পাওয়ার সেভিং বাল্ব উৎপাদসহ বিভিন্ন বিষয় তুলে ধরে একটি সার সংক্ষেপ প্রস্তাবনা পাঠায় বিদ্যুৎ বিভাগে। পরে সেটি নিয়ে যাচাই বাছাই ও পর্যালোচনা করে বিদ্যুৎ বিভাগ। আশা করা হচ্ছে, প্রধান উপদেষ্টার এই সফরেই এ বিষয়ে সমঝোতা স্মারক সই হচ্ছে।