যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প দেশের নির্বাচন পক্রিয়ায় বড় ধরনের পরিবর্তন আনার সিদ্ধান্ত নিয়েছেন। এ সংক্রান্ত একটি নির্বাহী আদেশে সই করেছেন তিনি।
তার আদেশ অনুযায়ী, যুক্তরাষ্ট্রে ভোটার হিসেবে নাম নথিভুক্ত করতে হলে দিতে হবে নাগরিকত্বের প্রমাণপত্র। আর নির্বাচনের দিনের মধ্যেই গোটা দেশ থেকে সব ব্যালট গ্রহণ নিশ্চিত করতে হবে। রাজ্যগুলো আর নির্বাচনের পরের দিন পোস্টাল ব্যালট গ্রহণ করতে পারবে না।
বর্তমানে যুক্তরাষ্ট্রে ১৮ টি রাজ্যে নির্বাচনের দিনের পরও পোস্টাল ব্যালট গ্রহণ করার নিয়ম আছে, যে ব্যালটগুলো নির্বাচনের আগের দিন অথবা নির্বাচনের দিনে ডাকযোগে পাঠানো হয়। ট্রাম্পের আদেশে এই নিয়ম আর থাকবে না।