বিএনপির জন্য এবার স্বাধীনতা দিবস উদযাপনের পরিবেশ কেমন?

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১৩:৫৮

দেড় দশক ধরে জাতীয় কর্মসূচি তো দূরের কথা দলীয় কর্মসূচিও স্বাভাবিকভাবে পালন করতে পারেনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আওয়ামী লীগের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্যাতন-নিপীড়নে তটস্থ থাকতে হয়েছে দলটির নেতাকর্মীদের। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার দেশত্যাগের থেকে পর রাজনৈতিক কর্মসূচিতে বেশ চাঙা হয়ে উঠেছেন বিএনপির নেতাকর্মীরা। বরাবরের মতো মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে করে।


বিএনপির নেতাকর্মীরা বলছেন, এবারের স্বাধীনতা দিবসের কর্মসূচিতে নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করবে।


দায়িত্বশীলদের ভাষ্য, বিগত দেড় দশকের মতো এখনও দেশের গণতন্ত্র, মানবাধিকার, বাক স্বাধীনতা প্রশ্নের সম্মুখীন। যে কারণে এখন সতর্ক থাকতে হবে।


বিশ্লেষকদের মতে, গত দেড় দশকে বিএনপিকে স্বৈরাচার সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে হয়েছে। এখন স্বাধীনতাবিরোধীদের বিরুদ্ধে আন্দোলন করতে হচ্ছে। এই পরিবেশ বিএনপির জন্য স্বস্তিদায়ক নয়।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও