সমুদ্রে নীরব ঘাতক হিসেবে পরিচিত হাঙর। কারণ, অন্যান্য মাছের মতো শব্দ উৎপাদনকারী অঙ্গ এদের নেই। তবে এক নতুন গবেষণায় প্রথমবারের মতো বিজ্ঞানীরা প্রমাণ করেছেন যে, বেলুন ফাটানোর মতো শব্দ তৈরি করতে পারে এক প্রজাতির হাঙর।
এই গবেষণা ‘রয়্যাল সোসাইটি ওপেন সায়েন্স’ জার্নালে প্রকাশিত হয়েছে। গবেষণায় বলা হয়, রিগ শার্ক (Mustelus lenticulatus) তাদের দাঁতের সঙ্গে দাঁত ঘষে একধরনের শব্দ তৈরি করে।