
এবার তেলবাহী জাহাজের বাবুর্চি
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১৩:৪০
ফজলুর রহমান বাবু এবার এবার তেলবাহী জাহাজের বাবুর্চি। সার্টিফিকেট পেয়েছে তার নতুন সিনেমা। তবে বিশ্বের কয়েকটি দেশের উৎসব ঘুরে দেশে মুক্তি পাবে সিনেমাটি। নাম ‘মাস্তুল’।
জোলাভাতি, গুলতি, রস-কষ-শিঙাড়া-বুলবুলি, লাটিম-নাটাই, নারকেলপাতার চশমাসহ ফেলে আসা শৈশবকে পর্দায় তুলে এনেছিলেন এক নতুন নির্মাতা। ‘আম কাঁঠালের ছুটি’ নামের সেই সিনেমা প্রশংসা কুড়িয়েছিল সুধীজনদের। সিনেমাটি দিয়ে নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন মোহাম্মদ নূরুজ্জামান। তিনিই বানাচ্ছেন ‘মাস্তুল’।