প্রবাসী আয়ে নতুন রেকর্ড, ২৪ দিনেই এলো ২৭০ কোটি ডলার

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১৩:৩৭

ঈদুল ফিতরকে সামনে রেখে প্রবাসী আয় আরও বেড়েছে। চলতি মার্চের ২৪ দিনেই ২.৭০ বিলিয়ন (২৭০ কোটি ডলার) ডলারের রেমিট্যান্স এসেছে। বাংলাদেশি মুদ্রায় (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে) যার পরিমাণ ৩২ হাজার ৯৪০ কোটি টাকা। সে হিসাবে প্রতিদিন আসছে প্রায় ১১.২৫ কোটি ডলার বা ১৩৭২ কোটি টাকা করে। সবকিছু ঠিক থাকলে প্রবাসী আয়ের ইতিহাস সৃষ্টি হতে যাচ্ছে চলতি মাস মার্চে।


অর্থাৎ তিন বিলিয়ন ডলারের ঘর অতিক্রম করবে রেমিট্যান্স বা প্রবাসী আয়, যা রেমিট্যান্স আসায় দেশে নতুন রেকর্ড গড়বে। এর আগে দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স (প্রায় ২৬৪ কোটি ডলার) আসে গত ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে গত মাস ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও