আগামী এপ্রিলে ঢাকায় অনুষ্ঠিতব্য চার দিনের বিনিয়োগ সম্মেলনে বিশ্বের বেশ কিছু নামীদামি কোম্পানির শীর্ষ নির্বাহীরা অংশ নিচ্ছেন। এ ছাড়া মেটা ও উবারের মতো আরও কিছু কোম্পানির প্রতিনিধিরাও আসবেন। সব মিলিয়ে এ সম্মেলনে ৫০টি দেশের ৫৫০ জনের বেশি বিনিয়োগকারী ও ব্যবসাপ্রতিষ্ঠানের প্রতিনিধির অংশ নেওয়ার কথা রয়েছে।
আগামী ৭ থেকে ১০ এপ্রিল রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ বিনিয়োগ সম্মেলন অনুষ্ঠিত হবে। ‘বাংলাদেশ ইনভেস্টমেন্ট সামিট-২০২৫’ শীর্ষক এই সম্মেলনের আয়োজক বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।