আমি এমন একটি বাংলাদেশ চাই, যেখানে সব মানুষ সমান সুযোগ পাবে, অন্যায়-অবিচার থাকবে না, সবাই ন্যায্য অধিকার পাবে। ধনী-গরিবের মধ্যে বিশাল পার্থক্য থাকবে না, প্রত্যেকে তার প্রাপ্য সম্মান পাবে। উন্নত দেশ মানে শুধু বিল্ডিং, রাস্তা বা প্রযুক্তির অগ্রগতি নয়, বরং মানুষের জীবনের মানোন্নয়নই আসল উন্নয়ন। আমি চাই, এমন একটি দেশ, যেখানে প্রত্যেক নাগরিক শান্তিতে, নিরাপদে এবং সুখে বসবাস করতে পারবে।
আমি চাই, আমাদের শিক্ষাব্যবস্থা আরও উন্নত হোক। শহরের সঙ্গে গ্রামের স্কুলগুলোর মান যেন একই রকম হয়। মুখস্থভিত্তিক পড়াশোনার বদলে বাস্তবজীবনে কাজে লাগানো যায় এমন শিক্ষাব্যবস্থা চালু করা হোক। প্রতিটি শিশুর জন্য বিনা মূল্যে মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করা হোক। শিক্ষকেরা ভালো প্রশিক্ষণ পাবেন, শিক্ষাপ্রতিষ্ঠানে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ থাকবে। শিক্ষার্থীরা চাকরির জন্য তৈরি হবে, পাশাপাশি উদ্যোক্তা হওয়ার জন্যও উপযুক্ত হবে।