
রেলে ১ টাকা আয়ে খরচ আড়াই টাকা, দায়ী দুর্নীতি ও অপচয়: উপদেষ্টা
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২৬ মার্চ ২০২৫, ১২:৩৩
রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাওজুল কবির খান বলেছেন, ‘বাংলাদেশ রেলওয়ে একটি লোকসানি প্রতিষ্ঠান। এক টাকা রোজগারের জন্য আড়াই টাকার মতো খরচ হয়। এটার পেছনে দুইটা কারণ—রেলের দুর্নীতি ও অপচয়। অপচয় ও দুর্নীতি কমাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছি আমরা।’
আজ বুধবার সকালে কমলাপুর রেল স্টেশনে ঢাকা-ভৈরব বাজার রুটে নতুন একটি কমিউটার ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন ফাওজুল কবির খান।
রেলের লোকসানের বিষয়ে উপদেষ্টা বলেন, ‘রেলের লোকসানের আরও একটি কারণ হলো, বিনা টিকিটে যাত্রী পরিবহন। রেলওয়ে সেবার মূল্য অনেক কম। অনেকেই ট্রেনে উঠে ভাড়া দেন না। এইভাবে যদি চলতে থাকে, তাহলে রেলওয়ের সার্ভিস বন্ধ হয়ে যাবে। লোকসান বাড়লে রেলের সেবা কমানো ছাড়া আমাদের কোনো উপায় থাকবে না।’