
অভ্যুত্থান-উত্তর বাংলাদেশে বুদ্ধিজীবীর দায়দায়িত্ব
নতুন আকাঙ্ক্ষার পথে হাঁটছে বাংলাদেশ। এ পাটাতন রচিত হয়েছে ছাত্র-জনতার আন্দোলনে সংঘটিত গণ-অভ্যুত্থানে। আমাদের সামনে অভাবিত এক সম্ভাবনা হাজির হয়েছে। দেখা দিয়েছে নতুন করে দেশটাকে নির্মাণের অভাবনীয় এক সুযোগ। এ লক্ষ্যে চলছে নানামুখী সংস্কার। নেয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। মানুষ স্বপ্ন দেখছে, প্রত্যয়ী হচ্ছে। কারণ এবার আর সে হার মানতে চায় না। আমরা মানুষের সেই আকাঙ্ক্ষাকে সম্মান করি। সাধুবাদ জানাই। ৫৬ হাজার বর্গমাইলের মানুষ সত্যি সত্যি এবার বুঝে পাক তাদের ন্যায্য হিস্যা।
আমরা চাই রাষ্ট্রযন্ত্র পরিচালিত হোক ইনসাফের ভিত্তিতে। মানবাধিকার বাস্তবায়ন হোক। গণতন্ত্রের অনুশীলন ঘটুক সব স্তরে। এ শুভ প্রত্যাশা রেখে আমরা এই প্রশ্ন এবারের বিজয় দিবসে হাজির করতে চাই—এসব নিশ্চিত করার জন্য যে বুদ্ধিজীবী সমাজ দরকার, তা কি আমাদের আদৌ আছে? বুদ্ধিজীবিতার চর্চা কি এ দেশে হচ্ছে? এ চর্চা জারি রাখার জন্য যে ধরনের পরিবেশ থাকা দরকার সেটা কি দেয়া সম্ভব হচ্ছে?
- ট্যাগ:
- মতামত
- গণ-অভ্যুত্থান
- বুদ্ধিজীবী