
সীমাবদ্ধতার মধ্যেও নির্মাণ হয়েছে মুক্তিযুদ্ধের সিনেমা
আমাদের যাপিত জীবনের প্রতিনিয়ত ঘটে যাওয়া ঘটনাগুলোকে সিনেমার পর্দায় তুলে ধরা হয়। ঘটনাগুলো হয় মানুষের জীবনের বাস্তব চিত্র বা দর্শককে বিনোদন দেয়ার জন্য। এছাড়া চলচ্চিত্র মানুষের মত প্রকাশের সর্বাধিক শক্তিশালী মাধ্যম। ইতিহাস-ঐতিহ্যকে দর্শকের সামনে তুলে ধরার জন্য বিভিন্ন সময় নির্মাতারা বিভিন্ন সিনেমা নির্মাণ করেছে। ১৯৭১ সালে সংগঠিত মুক্তিযুদ্ধ নিয়েও অনেক সিনেমা নির্মাণ হয়েছে।
পাকিস্তানি শাসন-শোষণের বেড়াজাল ছিন্ন করে মুক্তিপাগল বীর বাঙালি ছিনিয়ে আনে নয় মাস রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে। অভ্যুদয় হয় স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের। বাঙালি জাতির ইতিহাসের এ অসাধারণ অধ্যায় নিয়ে নির্মাণ হয় বেশ কয়েকটি চলচ্চিত্র। যেগুলোকে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র বলে পরিচয় দেয়া হয়। কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে অনেকগুলো সিনেমা নির্মাণ হলেও আলোচিত সিনেমা হাতেগোনা। মুক্তিযুদ্ধ নিয়ে আলোচিত সিনেমার মধ্যে রয়েছে ‘ওরা ১১ জন’, ‘আলোর মিছিল’, ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘আগুনের পরশমণি’, ‘আবার তোরা মানুষ হ’, ‘শ্যামল ছায়া’, ‘জয়যাত্রা’, ‘গেরিলা’।
- ট্যাগ:
- বিনোদন
- সিনেমা
- মুক্তিযুদ্ধ