গেলেই লাখ টাকা খরচের বাজেট, মেগানের বিয়েতে যেতে পারলেন না বান্ধবী

যুগান্তর প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৯:৫৮

বিয়ে মানেই আনন্দ। বিশেষ করে কাছের বন্ধুবান্ধবের বিয়ে হলে তো কথাই নেই। কিন্তু আপনার সেই প্রিয় মানুষটিই যদি তার বিয়েতে উপস্থিত থাকতে হলেই ১ লাখ ২০ হাজার টাকা খরচ করতে বলেন তখন আপনার কেমন লাগবে? 


সম্প্রতি এমনই এক অবাক করা ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের এক তরুণীর সঙ্গে।  সেই তরুণী তার সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধবীর বিয়েতে অংশ নেওয়া থেকে সরে দাঁড়ান, যখন তিনি জানতে পারেন যে কেবল বিয়েতে উপস্থিত থাকার জন্যই তার খরচ হবে ১,০০০ মার্কিন ডলারের বেশি ( বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২১৯০০ টাকা)।


রেডিটে দেওয়া এক পোস্টে ওই তরুণী জানান, দীর্ঘদিনের বন্ধবী মেগান যখন তাকে ব্রাইডসমেইড হতে বলেছিলেন, তখন তিনি ভীষণ উচ্ছ্বসিত ছিলেন। কিন্তু সেই উচ্ছ্বাস দীর্ঘস্থায়ী হয়নি। কারণ, কিছুদিন পরেই তিনি একটি ইমেইল পান, যেখানে প্রত্যেক ব্রাইডসমেইডকে (বিয়ের দিনে কনের সঙ্গী) বিপুল টাকা খরচের জন্য বলা হয়। 


মেগান তার ইমেইলের সঙ্গে একটি স্প্রেডশিট সংযুক্ত করেন, যেখানে ব্রাইডসমেইড পোশাক, চুল ও মেকআপ, কনের জন্য উপহার, ব্যাচেলরেট পার্টির ডিপোজিট এবং অতিরিক্ত অন্যান্য খরচসহ মোট খরচের হিসেব দেওয়া ছিল।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও