বিএনপির ব্যানারে আ.লীগ নেতাকর্মীদের ইফতার!

যুগান্তর প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১৫:৫৬

কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের ৬ নাম্বার ওয়ার্ডে বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অভিযোগ উঠেছে, বিএনপির ব্যানারে এ ইফতার মাহফিল করেছে পতিত আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ নিয়ে বিএনপির স্থানীয় নেতাকর্মীদের ক্ষোভের জন্ম হয়েছে।


খোঁজ নিয়ে জানা গেছে, গত ২২ মার্চ ভিটিকান্দি ইউনিয়নের মানিককান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওয়ার্ড বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো.মাহবুব আলম সরকার। বিশেষ অতিথি হিসেবে ছিলেন যুগ্ম আহ্বায়ক গোলাম মহিউদ্দিন জিলানী ও ভিটিকান্দি ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাজহারুল হক খোকা।


এ ইফতার মাহফিলের অর্থায়নে ছিলেন আবদুল লতিফ ভূইয়া, আব্দুল করিম ভূইয়া ও আলম মিয়া। এর মধ্যে লতিফ ভূইয়া ফ্রেন্ডস ক্লাবের সভাপতি পদে রয়েছেন। কুমিল্লা-২ আসনের সাবেক সংসদ সদস্য সেলিমা আহমাদ মেরি এ ক্লাব থেকে নিজের সাংগঠনিক কার্যক্রম চালাতো। আওয়ামী লীগ আমলে এ ক্লাবকে সামনে রেখে লতিফ ভূইয়া প্রভাব বিস্তার করতো। আর আব্দুল করিম ভূইয়া ভিটিকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। আলম মিয়াকে স্থানীয়রা আওয়ামী লীগের নেতা হিসেবেই চেনেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও