
সিপিআর কী, কীভাবে সিপিআর প্রয়োগ করবেন?
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১২:৫৩
সিপিআর বা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন। কৃত্রিম শ্বাস দেওয়ার প্রক্রিয়াকে সিপিআর বলে। এটি একটি জীবন রক্ষাকারী চিকিৎসা কৌশল। মাঝে মাঝেই হয়তো শুনে থাকবেন হার্ট অ্যাটাক করলে বা পানিতে ডুবে যাওয়া ব্যক্তিকে সিপিআর দেওয়া হয়। এতে হৃৎপিণ্ড ও ফুসফুসের কাজ কৃত্রিম শ্বাস দিয়ে সচল রাখার চেষ্টা করা হয়।
শুধু হার্ট অ্যাটাকের ক্ষেত্রেই নয়, পানিতে ডুবে যাওয়া কিংবা ইলেক্ট্রিক শকের মতো বিভিন্ন কারণে শ্বাস বা হৃদস্পন্দন বন্ধ হয়ে গেলেও জরুরিভাবে প্রাথমিক চিকিৎসা হিসেবে সিপিআর দেয়া হয়। এটি বিশেষজ্ঞদের দ্বারা স্বীকৃত এবং বিশ্বব্যাপী বহুল প্রচলিত।