 
                    
                    দেশে কনসার্টের আকাল, বিদেশমুখি হচ্ছেন শিল্পীরা
                        
                            যুগান্তর
                        
                        
                        
                         প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১২:৪৩
                        
                    
                দেশে বেশ কয়েক বছর ধরেই ওপেন এয়ার কনসার্টের পরিমাণ কমে এসেছে। রাজনৈতিকসহ বিভিন্ন কারণেই এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে সংশ্লিষ্টদের অভিমত। গত জুলাই-আগস্ট ছাত্র-জনতার আন্দোলন পরবর্তী বেশকিছু কনসার্ট আয়োজন করা হলেও সেগুলো বাতিল হয় নিরাপত্তার কারণে। সেসময় জনমনেও আতঙ্ক ছিল।
তবে এর মধ্যেই কিছু কনসার্ট হলেও, সেগুলো অনুষ্ঠিত হয় ইনডোরে। বাংলাদেশে শীতকালকে কনসার্টের মৌসুম বলা হয়ে থাকে। সাধারণত অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত দেশের বিভিন্ন জায়গা একক শিল্পী এবং ব্যান্ডগুলোর কনসার্ট অনুষ্ঠিত হয়ে থাকে। এ মৌসুমেও কনসার্টের ব্যস্ততা ছিল শিল্পীদের, তবে তুলনামূলক কম। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অনেক আয়োজক বড় আয়োজন নিয়ে ছিলেন সংশয়ে। বলা যায়, এ মৌসুম কনসার্টপ্রেমীদের জন্য খুব একটা ভালো যায়নি।
