নোয়াখালীর হাতিয়া উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদের পথসভায় হামলার ঘটনায় বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করেছেন দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তার মতে, এই ধরনের ঘটনার জন্য বিএনপির উচিত নিজেদের লজ্জিত হওয়া।
আজ মঙ্গলবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডি থেকে এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।