
ধ্রপদী সঙ্গীত শুনে আর দুধ খেয়ে নাকি বড় হয় এই জাতের মুরগি, হাফ প্লেটের দাম জানেন?
eisamay.com
প্রকাশিত: ২৫ মার্চ ২০২৫, ১২:২০
ধ্রুপদী সঙ্গীত শুনে বড় হয়েছে মুরগিটি। নিয়মিত খাওয়ানো হয়েছে দুধ। তাই এই মুরগি যখন প্লেটে সজ্জিত হয়ে টেবিলে আসবে, পকেট থেকে খসে যাবে অনেকগুলো নোটই। কত আর দাম হবে ভাবছেন? ‘সাউথ চায়না মর্নিং পোস্ট’-এর প্রতিবেদন অনুযায়ী এই মুরগির তৈরি একটি খাদ্যপদের হাফ প্লেটের দাম ৪৮০ ইউয়ান বা ভারতীয় মুদ্রায় ৫,৫০০ টাকা।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- ফেসবুক ভাইরাল
- টুইটার ভাইরাল