
ঈদে এটিএন বাংলায় ৭ সিনেমা
ঈদ উপলক্ষে আট দিনের বিশেষ অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলা। চ্যানেলটির ঈদ আয়োজনে থাকছে ৩০টি নাটক, ৮টি টেলিফিল্ম, ১৫টি পূর্ণদৈর্ঘ্য বাংলা চলচ্চিত্রসহ একগুচ্ছ বিনোদনমূলক অনুষ্ঠান। এবারের ঈদে ৭টি সিনেমার টিভি প্রিমিয়ার করবে এটিএন বাংলা। এর মধ্যে উল্লেখযোগ্য শাকিব খানের ‘রাজকুমার’, প্রচারিত হবে ঈদের দিন বেলা ২টা ৩০ মিনিটে। হিমেল আশরাফ পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান, কোর্টনি কফি, তারিক আনাম খান, মাহিয়া মাহি প্রমুখ।
এ ছাড়া ঈদের পরদিন বেলা আড়াইটায় দেখা যাবে শাহ আলম কিরণ পরিচালিত ‘রঙিন সুজন সখি’। অভিনয়ে সালমান শাহ, শাবনূর, রাইসুল ইসলাম আসাদ প্রমুখ। ঈদের তৃতীয় দিন একই সময়ে প্রচারিত হবে শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’। অভিনয়ে শ্রাবন্তী চট্টোপাধ্যায়, শান্ত খান, সাদেক বাচ্চু, সাবেরি আলম, শিবা সানু প্রমুখ। ইফতেখার চৌধুরী পরিচালিত ও সাইমন, ববি, মিশা সওদাগর অভিনীত ‘অ্যাকশন জেসমিন’ দেখা যাবে ঈদের ৪র্থ দিন বেলা ২টা ৩০ মিনিটে।