
হানিফ সংকেতের ঈদের নাটক ‘ঘরের কথা ঘরেই থাক’
ম্যাগাজিন অনুষ্ঠানের পাশাপাশি প্রতি ঈদে নাটক নির্মাণ করেন জনপ্রিয় উপস্থাপক ও নির্মাতা হানিফ সংকেত। এবার রোজার ঈদেও তিনি নিয়ে আসছেন নতুন নাটক। নাম ‘ঘরের কথা ঘরেই থাক’।
হানিফ সংকেতের নাটকের নামে যেমন ভিন্নতা থাকে, গল্পেও থাকে তেমনি আলাদা স্বাদ ও বৈচিত্র্য। প্রতিটি নাটকেই তিনি তুলে ধরেন একটি সামাজিক বক্তব্য। ঘরের কথা ঘরেই থাক নাটকের গল্প তৈরি হয়েছে শাহেদ ও সুমী নামের এক দম্পতিকে ঘিরে। প্রায় প্রতিদিনই তাদের পরিবারে দাম্পত্য কলহ লেগে থাকে। তাদের চিৎকার-চেঁচামেচিতে প্রতিবেশীরা অতিষ্ঠ। শাহেদ কিছুটা শান্ত প্রকৃতির। বন্ধুবান্ধবের সঙ্গে সে এই সমস্যা সমাধানের উপায় নিয়ে আলোচনা করে। বন্ধুরা তার স্ত্রীর রাগ কমানোর জন্য বিভিন্ন পরামর্শ দিতে থাকে। বন্ধুদের পরামর্শ অনুযায়ী কাজ করতে গিয়ে সমস্যা আরও বাড়ে। তারপর ঘটনাচক্রে আসে এক মাস্তান। দ্রুত পরিস্থিতি পাল্টাতে থাকে। এভাবেই এগিয়েছে ঘরের কথা ঘরেই থাক নাটকের কাহিনি।