You have reached your daily news limit

Please log in to continue


বিদেশি ঋণের সংকট বাড়ছে

বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকটে দীর্ঘ সময় ধরে শ্বাসরুদ্ধকর পরিস্থিতি মোকাবিলা করছে দেশ। এ অবস্থায় পূর্ববর্তী সরকারের মতো অন্তর্বর্তী সরকারও এখন বিদেশি ঋণের প্রতি বেশি মনোযোগী। তবে উন্নয়ন সহযোগীদের কাছ থেকে এখনো আশানুরূপ প্রতিশ্রুত সাহায্য মেলেনি। ফলে বৈদেশিক ঋণপ্রবাহের পতন ও ডলারের অভাবে দেশের অর্থনৈতিক অগ্রগতি স্থবির হয়ে পড়েছে।

চলতি অর্থবছরের প্রথম আট মাসে সরকারের ঋণ পরিশোধের চাপ বেড়েছে। আগের ঋণের অর্থছাড় কমেছে, নতুন ঋণের প্রতিশ্রুতি আরও কমেছে এবং দেশের অর্থনৈতিক পরিস্থিতি সেই সংকটাপন্ন অবস্থা থেকে বেরোতে পারছে না। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) প্রতিবেদনে উঠে এসেছে, গত অর্থবছরের তুলনায় এখন প্রায় দ্বিগুণ ঋণ পরিশোধ করা হচ্ছে; তবে ঋণের অর্থছাড়ের পরিমাণ কমেছে। ঋণের সুদ পরিশোধের চাপও বেড়েছে। এ পরিস্থিতিতে যখন সরকার নতুন ঋণ নিচ্ছে, তখন তার বড় অংশ চলে যাচ্ছে সুদ ও মূলধন পরিশোধে, যা দেশের অর্থনীতিকে আরও জটিল পরিস্থিতিতে ফেলছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন