
বিদেশি ঋণ: পরিশোধ বেড়েছে ৩০%, অর্থছাড়ের সঙ্গে প্রতিশ্রুতিতেও ভাটা
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ২৩:৩৫
প্রকল্প বাস্তবায়নে ধীর গতির প্রভাব পড়েছে বিদেশি ঋণের অর্থ ছাড়েও; আগের কয়েক মাসের ধারায় ফেব্রুয়ারি শেষেও সরকারের ঋণ নেওয়ার চেয়ে সুদ ও আসল পরিশোধ করতে হয়েছে বেশি।
চলতি ২০২৪-২৫ অর্থবছরের জুলাই থেকে ফেব্রুয়ারি সময়ে উন্নয়ন প্রকল্পে বিদেশি অর্থায়নের পরিমাণ কমেছে ৬৭ শতাংশের বেশি। অপরদিকে এ সময়ে পুরনো ঋণের পরিশোধ বেড়েছে ৩০ শতাংশ বেশি।
বাজেট ঘাটতি কমিয়ে আনতে সরকার এরইমধ্যে প্রকল্প সংখ্যায় কাটছাঁট ও বরাদ্দ যাচাই বাছাই করে অর্থছাড় করতে শুরু করেছে। এতে অনেক প্রকল্পের ব্যয় কমেছে। এ কারণে বিদেশি অর্থায়নও কমেছে বলে তুলে ধরেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।