টেকক্রাঞ্চ বিক্রি করল ইয়াহু

বণিক বার্তা প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১২:৫৭

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ বিক্রি করেছে ইয়াহু। নতুন মালিক হয়েছে প্রাইভেট ইকুইটি ফার্ম রিজেন্ট। প্রতিষ্ঠানটি এর আগে পিসিওয়ার্ল্ড, ম্যাকওয়ার্ল্ড ও টেকঅ্যাডভাইজারের মালিকানা কিনে নেয়। খবর দ্য ভার্জ।



এক সময়ের টেক জায়ান্ট ইয়াহু সম্প্রতি এক ঘোষণায় জানিয়েছে, রিজেন্ট টেকক্রাঞ্চ কিনে নিয়েছে। তবে এ চুক্তির আর্থিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।



টেকক্রাঞ্চ যাত্রা শুরু করে ২০০৫ সালে । পাঁচ বছর পর এটি এওএল নামের একটি কোম্পানির মালিকানায় চলে যায়। এরপর ২০১৫ সালে এওএল অধিগ্রহণ করে ভেরাইজন। ২০১৭ সালে ভেরাইজন ইয়াহুকে কিনে নেয়। এ সময় ভেরাইজন টেকক্রাঞ্চসহ তাদের অন্য সব প্লাটফর্মকে ‘ওথ’ নামে একটি বিভাগের অধীনে নিয়ে আসে। পরে এ বিভাগের নাম পরিবর্তন করে রাখা হয় ভেরাইজন মিডিয়া।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও