You have reached your daily news limit

Please log in to continue


ফ্রিল্যান্সিংয়ে মাসে ৩ লাখ আয় করেন তামিম

নিজের লেখাপড়া, ক্যারিয়ার গড়া, শখ ও স্বপ্ন পূরণে সফল হওয়া এক অদম্য মেধাবীর নাম হাসনাত হান্নান তামিম। হার না মানা, স্বপ্নবাজ ও পরিশ্রমী যুবক নিজ গ্রামে ডুপ্লেক্স বাড়ি নির্মাণ করে ব্যাপক সাড়া ফেলেছেন। ফ্রিল্যান্সিংয়ের আয়ের অর্থ দিয়ে রাজধানী ঢাকাতে ফ্ল্যাট (ভাড়া) নিয়ে থাকা, নিজের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করা, পছন্দের বাইক কেনা, ইচ্ছেমতো দেশ-বিদেশ ঘোরা এবং নিজের গ্রামের বাড়িতে আর্থিক সাপোর্ট দেওয়াসহ বন্ধু-স্বজনদের প্রয়োজনে পাশে থেকে উদাহরণ হয়ে উঠেছেন এই তরুণ। হাসনাত হান্নান তামিমের স্বপ্নজয় ও সাফল্যের গল্প জানিয়েছেন জাগো নিউজকে।

পুরো নাম হাসনাত হান্নান তামিম। বয়স ২৩ বছর। ড্যাফডিল পলিটেকনিক ইন্সটিটিউট থেকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং শেষ করেছে সবে। তার বাড়ি মাগুরা জেলার মহম্মদপুর উপজেলা সদরে। বাবার নাম এস আর এ হান্নান পেশায় তিনি সাংবাদিক। মা তানিয়া হান্নান গৃহিণী। একমাত্র ছোট ভাই হামিম হান্নান টমাস, এবছর এস এস সি পরীক্ষা দেবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন