
গাজায় ইসরাইলি হামলা বন্ধের আহ্বান শীর্ষ ইইউ কূটনীতিকের
যুগান্তর
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:৩৩
গাজায় নতুন করে শুরু করা ইসরাইলি হামলা বন্ধের আহ্বান জানিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি প্রধান কাজা ক্যালাস। স্থানীয় সময় রোববার (২৩ মার্চ) মিশরের কায়রোতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক সংবাদ সম্মেলনে তিনি এ আহ্বান জানান।
গাজায় দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরাইল। কিন্তু যুদ্ধবিরতির প্রথম ধাপের মেয়াদ শেষ হওয়ার পর গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে গত ১৮ মার্চ থেকে গাজায় ফের বিমান হামলা শুরু করে আইডিএফ। মঙ্গলবার থেকে শুরু করা এই হামলায় কয়েক ডজন হামাস সদস্যকে হত্যার দাবি করেছে ইসরাইলি সেনাবাহিনী।