
কমলাপুরে ঘরমুখো মানুষের ভিড়, ট্রেনে স্বস্তিতে বাড়ি ফিরছে মানুষ
ঈদে বাড়ি ফিরতে শুরু করেছে ঘরমুখো মানুষ। ট্রেন স্টেশনে তাই বাড়তি চাপ। ঈদযাত্রায় ভোগান্তি এড়াতে পরিবার নিয়ে অনেকেই আগেভাগে বাড়ি ফিরছেন। আজ ঈদ যাত্রা শুরু হওয়ায় অন্য দিনের তুলনায় বাড়তি যাত্রীর চাপ দেখা গেছে।
আজ যারা ভ্রমণ করছেন তারা গত ১৪ মার্চ টিকিট ক্রয় করেছিলেন।
সোমবার (২৪ মার্চ) সকালে সরেজমিনে ঢাকার কমলাপুর রেল স্টেশন এলাকা ঘুরে এমন চিত্র দেখা গেছে।
ঈদের আরও সপ্তাহখানেক বাকি থাকলেও অনেকে ঢাকায় থাকা পরিবারকে আগেই বাড়ি পাঠিয়ে দিচ্ছেন।
রেলওয়ে স্টেশন সূত্র জানায়, সকাল ৬ টায় রাজশাহীগামী ধুমকেতু এক্সপ্রেসের যাত্রার মধ্যমে ঈদযাত্রা শুরু হয়। সকাল ৯ টা ৪০ মিনিট পর্যন্ত ১১ টি ট্রেন স্টেশন ছেড়ে গেছে।