
ঈদযাত্রায় স্বস্তিতে বাগড়া দিতে পারে গোবিন্দগঞ্জ-পলাশবাড়ী
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৪ মার্চ ২০২৫, ১১:১৯
ছয় লেনের ঢাকা-রংপুর মহাসড়ক ধরে উত্তরের পথে ঘরমুখো মানুষের ভোগান্তির কারণ হতে পরে গাইবান্ধা অংশে গোবিন্দগঞ্জ ও পলাশবাড়ী সদর।
এ দুই উপজেলা সদরে নির্মাণাধীন দুই ফ্লাইওভার স্বস্তির ঈদযাত্রায় বাগড়া দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার পান্তাপাড়া থেকে মহিলা কলেজ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার।
এর মধ্যে উপজেলার চতুরঙ্গ মোড় থেকে হিরক মোড় পর্যন্ত প্রায় দেড় কিলোমিটার এলাকায় ফ্লাইওভার নির্মাণ কাজ শুরু হয়েছে।
অন্যদিকে, পলাশবাড়ী উপজেলা শহরের থানা মোড় থেকে মিতালি হোটেল মোড় পর্যন্ত প্রায় দশমিক ৬ কিলোমিটার এলাকাতেও ফ্লাইওভারের নির্মাণ কাজ চলমান আছে।