উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েলসা বলেছেন, লিওনেল মেসি ছাড়া আর্জেন্টিনার শুরুর একাদশ আর বেঞ্চের খেলোয়াড়দের মানে কোনো পার্থক্য নেই। আসলেই কি তাই? অন্তত রক্ষণের খেলোয়াড়দের মানের বিবেচনায় আর্জেন্টিনার সাবেক এই কোচের পর্যবেক্ষণ নিয়ে যথেষ্ট সংশয় আছে।
এর উত্তর খোঁজার চেষ্টা করেছে আর্জেন্টিনার ক্রীড়া পত্রিকা টিওয়াইসি।
৩৭ বছর বয়সেও আর্জেন্টিনার রক্ষণের নেতা নিকোলাস ওতামেন্দি। এমিলিয়ানো মার্তিনেস যে ৫০ ম্যাচের ৩৬টিতে জাল অক্ষত রাখতে পেরেছেন, তাতে বড় ভূমিকা আছে অভিজ্ঞ এই ডিফেন্ডারেরও।