
সুশান্ত ‘আত্মহত্যাই করেছেন’, প্ররোচণা মামলার ইতি টানছে সিবিআই
যার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছিলে পুরো বলিউড ইন্ডাস্ট্রিকে, সেই অভিনেতা সুশান্ত সিং রাজপুত ‘আত্মহত্যাই করেছিলেন’ জানিয়ে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন দিয়েছে ভারতের সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশন, সিবিআই।
এনডিটিভি লিখেছে, শনিবার মুম্বাইয়ের বান্দ্রার ম্যাজিস্ট্রেট আদালতে সিবিআই এই মামলার চূড়ান্ত প্রতিবেদন জমা দেয়। আদালত এই মামলার শুনানির পরবর্তী দিন ঠিক করেছে ৮ এপ্রিল।
২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের মরদেহ। অভিনেতার মৃত্যুর কারণ নিয়ে গত পাঁচ বছর ‘ধোঁয়াশায়' কেটেছে। মাউন্ড ব্লাঙ্ক অ্যাপার্টমেন্টে ওই দিন ঠিক কি হয়েছিল, সেই প্রশ্নের উত্তরে বহু জলঘোলা হয়েছে।
পুলিশের দাবি ছিল নিজের ফ্ল্যাটে সুশান্ত ‘আত্মহত্যা’ করেছেন, ময়নাতদন্তের প্রতিবেদনও তাই বলা হয়েছে। যদিও পরিবারের দাবি ‘খুন’ করা হয় সুশান্তকে।
অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেসের (এইমস) একটি ফরেনসিক দলও জানিয়েছিল যে, সুশান্তকে হত্যা করা হয়নি। তার মৃত্যু হয়েছিল আত্মহত্যার কারণে।