ক্রিকেটারদের সংগঠন ক্রিকেটার্স ওয়ালফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) কমিটি ভেঙে দেওয়া হয়েছে। সভাপতি নাঈমুর রহমান দুর্জয় ও সাধারণ সম্পাদক দেবব্রত পাল তাদের পদ ছেড়েছেন।
আপাতত সাবেক ক্রিকেটার ও বর্তমান ম্যাচ রেফারি সেলিম শাহেদের নেতৃত্বে ১৩ সদস্যের নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে। এতে আরও আছেন মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার, নিয়ামুর রশিদ ও সদ্য সাবেক সাধারণ সম্পাদক দেবব্রত। এছাড়া আছেন আটটি বিভাগীয় দলের অধিনায়কেরাও।
আজ (রোববার) মিরপুরে বিসিবির একাডেমি ভবনে এক বৈঠকের পর নাঈমুর-দেবব্রতদের দায়িত্ব ছাড়ার কথা জানান সাবেক অধিনায়ক আকরাম খান। কমিটি ভেঙে দেওয়ার সভায় সাবেক ক্রিকেটারদের পাশপাশি ছিলেন তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজের মতো ক্রিকেটাররা।