অবৈধ সম্পদের মামলায় স্বাস্থ্যের সেই গাড়িচালক মালেকের ১৩ বছরের সাজা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৩ মার্চ ২০২৫, ১৮:৪৬

অবৈধ সম্পদের এক মামলায় স্বাস্থ্য অধিদপ্তরের আলোচিত সেই গাড়িচালক আব্দুল মালেককে দুটি ধারায় ১৩ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।


রোববার ঢাকার ছয় নম্বর বিশেষ জজ আদালতের বিচারক জাকারিয়া হোসেন এ রায় দেন বলে তথ্য দিয়েছেন দুর্নীতি দমন কমিশন-দুদকের কৌঁসুলি আসাদুজ্জামান রানা।


মালেক ও তার স্ত্রী নার্গিস বেগমের বিরুদ্ধে করা অবৈধ সম্পদের আরেকটি মামলায় রায় প্রস্তুত না হওয়ায় তারিখ পিছিয়ে ১৬ এপ্রিল ধার্য্য করেছে আদালত।


তার আগে অস্ত্র মামলায় তাকে ৩০ বছর কারাদণ্ড দিয়েছে আদালত।


দুদকের কৌঁসুলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জ্ঞাত আয়বর্হিভূত সম্পদ অর্জনের মামলায় মালেককে ১০ বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


তথ্য গোপনের অভিযোগে আরেকটি ধারায় তাকে তিন বছরের কারাদণ্ড ও ১ লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও