
যাত্রাপথে ইংরেজি শেখার ৮ অ্যাপ
সামনে আসছে ছুটি। লম্বা যাত্রায় হয়তো আপনাকে দীর্ঘ সময় পথে কাটাতে হবে। সময়টা কাজে লাগাতে শিখতে পারেন নতুন নতুন ইংরেজি শব্দ। চাইলে মুঠোফোনে ডাউনলোড করে নিতে পারেন এমন কোনো অ্যাপ, যা আপনার ভোকাবুলারি (শব্দভান্ডার) সমৃদ্ধ করতে সহায়ক হবে।
ডুয়োলিঙ্গো
এই অ্যাপে অনলাইন গেমের মতো ধাপে ধাপে শেখার সুযোগ আছে। শব্দের উচ্চারণ ও অর্থ শেখার জন্য আছে অডিও সহায়তা; পড়া, লেখা, শোনা ও বলার জন্য আলাদা আলাদা অনুশীলন। ছোট ছোট ‘লেভেলে’ বিভক্ত থাকায় শেখাটা সহজ হয়। আপনি প্রতিদিন পাঁচটি নতুন শব্দ শেখার পরিকল্পনাও করতে পারেন। এক বসাতেই হয়তো শিখে ফেললেন Ameliorate, Pernicious, Serendipity-এর মতো কিছু শব্দ। শুধু ইংরেজিই নয়, ডুয়োলিঙ্গোতে আপনি ৪০টির বেশি ভাষা শিখতে পারবেন।
মেমরাইজ
ইংরেজি যাঁদের মাতৃভাষা, এমন শিক্ষকদের কাছ থেকেই উচ্চারণসহ শব্দ শেখা যায় এই অ্যাপের মাধ্যমে। মেমরাইজ মূলত ফ্ল্যাশকার্ড পদ্ধতিতে ইংরেজি শেখায়, যেখানে বিভিন্ন ছবি ও ভিডিওর মাধ্যমে শব্দ শেখানো হয়। শব্দের কোন জায়গায় বিরতি দিতে হয়, কোন অংশটার উচ্চারণ এড়িয়ে যেতে হয়, তা-ও আপনি শিখতে পারবেন। কথা বলার সময় নতুন শেখা শব্দগুলো বারবার ব্যবহার করলে মনে রাখা সহজ হবে।
অক্সফোর্ড ইংলিশ ডিকশনারি
এই অ্যাপকে ইংরেজি ভাষার সবচেয়ে নির্ভরযোগ্য উৎসগুলোর একটি হিসেবে ধরা হয়। সাড়ে তিন লাখের বেশি শব্দ ও বাক্যের উদাহরণ শিখতে পারবেন। প্রতিটি শব্দের উচ্চারণ ও বিস্তারিত ব্যাখ্যাও পাবেন। প্রতিশব্দ ও বিপরীত শব্দ শেখার সুবিধা আছে। ধরা যাক, Resilient শব্দটির অর্থ আপনি জানতে চান। এই অ্যাপের মাধ্যমে আপনি জানবেন, এর অর্থ সহনশীল, প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা। সঙ্গে প্রতিশব্দ, বাক্যের মাধ্যমে উদাহরণ, সবই পাবেন।
- ট্যাগ:
- লাইফ
- মোবাইল অ্যাপ
- ইংরেজি ভাষা