
‘অনুশোচনা করলে আমার পেশাকেই অপমান করা হবে’
হাসিনা সরকারের পতন ও দেশের পট পরিবর্তনের পর একরকম বেকায়দায় পড়ে যায় দেশের আওয়ামীপন্থী তারকারা। পাশাপাশি ততকালীন সরকারের প্রস্তাবে বেশ কিছু চলচ্চিত্রে কাজ করা শিল্পীরাও এই তালিকায় পড়ে যায়। তাদের একজন চিত্রনায়িকা নুসরাত ফারিয়া। যিনি ‘মুজিব: একটি জাতির রূপকার’ চলচ্চিত্রে শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন।
দেশের পালাবদলের সঙ্গে বিষয়টি নিয়ে জলঘোলা কম হয়নি। আওয়ামীপন্থী তারকাদের যেমন একহাত নেয় দেশের মানুষ, তেমনি নানা সমালোচনার মুখে পড়েন নুসরাত ফারিয়া। যদিও সেসব এখন অতীতই বলা যায়। বর্তমানে নিজের কাজ নিয়ে ব্যস্ত ফারিয়া। আসছে ঈদে তার নতুন সিনেমাও।
সম্প্রতি এক পডকাস্টে হাজির হয়েছিলেন এই নায়িকা। সেখানে নুসরাত ফারিয়াকে প্রশ্ন ছোঁড়া হয়, শেখ হাসিনার চরিত্রে অভিনয় করার কারণে তিনি কোনো অনুশোচনায় ভোগেন কি না! এর স্পষ্ট জবাবও দেন নায়িকা। বলে রাখা ভালো, বিষয়টি নিয়ে বিস্তর চর্চার পর প্রথমবারের মতো মুখ খুললেন নায়িকা।