
জিমেইল সার্চে নতুন সুবিধা
প্রথম আলো
প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৯:৫১
জিমেইল সার্চে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি যুক্ত করেছে গুগল। এত দিন জিমেইলে নির্দিষ্ট শব্দ বা ই–মেইল ঠিকানা লিখে অনুসন্ধান করলে ইনবক্সে জমা হওয়ার সময় অনুযায়ী সংশ্লিষ্ট ই–মেইলগুলো দেখা যেত। এর ফলে সুনির্দিষ্ট তথ্য দ্রুত জানতে ভোগান্তিতে পড়তেন ব্যবহারকারীরা। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইল সার্চে অনুসন্ধান ফলাফল আরও নির্ভুল ও প্রাসঙ্গিক হবে বলে জানিয়েছে গুগল।
এক ঘোষণায় গুগল জানিয়েছে, জিমেইলে এআইভিত্তিক স্মার্ট সার্চ–সুবিধা চালু করা হয়েছে। নতুন এ সুবিধা চালুর ফলে জিমেইলের ইনবক্সে কিওয়ার্ডের ভিত্তিতে ই–মেইল সাজানো হবে না। সম্প্রতি পাঠানো ই–মেইলের পাশাপাশি নিয়মিত যোগাযোগ করা ব্যক্তিদের পাঠানো ই–মেইলগুলোকে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে অনুসন্ধানের সময় কাঙ্ক্ষিত ই–মেইলগুলো দ্রুত খুঁজে পাওয়া যাবে।
- ট্যাগ:
- প্রযুক্তি
- জিমেইল
- জিমেইল সেবা
- জিমেইল টিপস