‘জিম্মি’র ট্রেলারে জয়া আহসানসহ যাদের দেখা মিলল

ডেইলি স্টার প্রকাশিত: ২২ মার্চ ২০২৫, ১৯:৪৭

ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে আজ শনিবার সন্ধ্যা ৭টায় মুক্তি দেয়া হয়েছে আশফাক নিপুণ পরিচালিত ওয়েব সিরিজ 'জিম্মি'র ট্রেলার। এতে যেখানে রুনা লায়লা চরিত্রে দেখা মিলেছে জয়া আহসানের। আড়াই মিনিটের ট্রেলারে ঝলক মিলেছে ইরেশ যাকের, শাহরিয়ার নাজিম জয়, রাফিউল কাদের রুবেল, প্রান্তর দস্তিদার, মাহমুদ আলম, অশোক ব্যাপারী, আরফান মেধা শিবলুসহ আরও অনেকের।


আশফাক নিপুণ বলেন, 'আমাদের সিরিজের প্রথম ঝলক দর্শকের সামনে এসেছে। আশা করছি তারা ট্রেলারটা পছন্দ করেছেন। পুরো টিম মিলে আমরা চেষ্টা করেছি জিম্মির মাধ্যমে নতুন ও ভিন্ন ধরনের একটা গল্প দর্শককে দেখানোর। এখন শুধু মুক্তির অপেক্ষা।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও