You have reached your daily news limit

Please log in to continue


সাকিব আবারও জুয়ার কোম্পানির বিজ্ঞাপনে

বছর দু-এক আগে বেটিং কোম্পানি ‘বেট উইনার নিউজ’ নামের একটি পোর্টালের শুভেচ্ছাদূত হয়েছে চরম বিতর্কের মুখে পড়েছিলেন সাকিব আল হাসান। বিসিবির চাপে সাকিব সেই বেটিং সহযোগী প্রতিষ্ঠানের সেই চুক্তি থেকে সরে আসেন। গত ৫ আগস্ট ক্ষমতার পটপরিবর্তনের পর শুধু সাকিবের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারই থমকে যায়নি, দূতিয়ালি বা বিভিন্ন প্রতিষ্ঠানের শুভেচ্ছাদূত হওয়ার কার্যক্রমও তাঁর থমকে গেছে। কোনো বিজ্ঞাপন কিংবা শুটিংয়েও তাঁর আগের সেই ব্যস্ততা নেই।

ব্যস্ততা থাকবে কী করে, সাকিব দেশেই ফিরতে পারছেন না প্রায় ৮ মাস হয়ে গেল। লম্বা সময় পর সাকিব বিজ্ঞাপন বা দূতিয়ালির কাজে ফিরেছেন। সেটি একটি জুয়ার কোম্পানির বিজ্ঞাপন দিয়ে। ‘১এক্সব্যাট’ নামে বেশ পরিচিত এই জুয়ার কোম্পানির বিজ্ঞাপন সাকিবের ফেসবুক পোস্ট করা হয়েছে আবার ইফতারির কিছুক্ষণ আগে। আজ সন্ধ্যায় শুরু হচ্ছে আইপিএল। সেটি সামনে রেখেই হয়তো বাংলাদেশের বিপুল দর্শকদের লক্ষ্য করে সাকিবকে দিয়ে এই প্রচারণা শুরু করেছে ‘১এক্সব্যাট’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন