
ব্রাজিলকে আটকালেই নিশ্চিত আর্জেন্টিনার বিশ্বকাপ টিকিট
আগে একবার প্রায় অবাস্তবের কাছাকাছি একটা সমীকরণ দেখানো যাক। ঠিক কোন সমীকরণে বিশ্বকাপ বাছাইয়ে ব্যর্থ হবে আর্জেন্টিনা? কনমেবল অঞ্চলের পরের ৫ ম্যাচে যদি আর্জেন্টিনা হারে এবং ১৫ গোল হজম করে, তবেই কেবল বাদ পড়ার সম্ভাবনায় থাকবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। যার অর্থটা পরিস্কার, ২০২৬ সালের বিশ্বকাপে ১ পা দিয়েই রেখেছে লিওনেল স্কালোনির শিষ্যরা।
২০২৬ সালের বিশ্বকাপের আয়োজক দেশ উত্তর আমেরিকার তিন দেশ যুক্তরাষ্ট্র, কানাডা এবং মেক্সিকো। আয়োজক হিসেবে এই তিন দেশ আগেই নিশ্চিত করেছে বিশ্বকাপে অংশগ্রহণ। এরবাইরে গতকাল প্রথম দেশ হিসেবে বাছাইপর্ব শেষে বিশ্বকাপের টিকিট কেটেছে এশিয়ার দেশ জাপান। আর আগামী ২৬ তারিখ সেই সুযোগ থাকছে আর্জেন্টিনার সামনে।
আর্জেন্টিনার পরের ম্যাচ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে। সেই ম্যাচেই নিশ্চিত হয়ে যেতে পারে আর্জেন্টিনার পরবর্তী বিশ্বকাপের টিকিট। ঘরের মাঠে ভিনিসিয়ুস-রাফিনিয়াদের বিপক্ষে ১ পয়েন্ট পেলেই চলতি মাসে নিশ্চিত হয়ে যাবে তাদের টিকিট। জয় পেলেও স্বস্তি নিয়েই ২০২৬ বিশ্বকাপে অংশগ্রহণ নিশ্চিত হবে আলবিসেলেস্তেদের।
- ট্যাগ:
- খেলা
- ফুটবল
- ফুটবল বিশ্বকাপ