ইংল্যান্ডের ডাগআউটে টমাস টুখেলের শুরুটা হয়েছে জয় দিয়ে। দুই অর্ধের দুই গোলে সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা হারিয়েছে আলবেনিয়াকে। তিন পয়েন্ট পাওয়ার তৃপ্তি থাকলেও দলে আরও উন্নতির জায়গা দেখছেন জার্মান কোচ টুখেল।
লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে শুক্রবার ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে ২-০ গোলে জেতে ইংল্যান্ড।
আন্তর্জাতিক ফুটবলে অভিষেকে ২০তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ১৮ বছর বয়সী ডিফেন্ডার মাইলস লুইস-স্কেলি। ৭৭তম মিনিটে ব্যবধান বাড়ান ইংল্যান্ডের রেকর্ড স্কোরার হ্যারি কেইন।